কলকাতায় বর্ষবরণে নারী নিগ্রহের অভিযোগ
02 January 2018, 09:59


বর্ষবরণের রাতে কলকাতা শহরে গভীর রাতে তিলোত্তমার রাস্তায় ফের নারী নিগ্রহের অভিযোগ উঠল ৷ রোববার গভীর রাতের ওই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি ৷ তবে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
মহিলার দাবি, তিনি গাড়ি থেকে নেমে ঘটনার প্রতিবাদ করেন ৷ সেই সময় গাড়ি থেকে বেরিয়ে আসেন কয়েকজন যুবক ৷ প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে ওই মহিলার অভিযোগ ৷ দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় ৷ বচসা চলাকালীনই তাঁর শ্লীলতাহানি করা হয় ৷ বচসা চলাকালীন ওই যুবকেরা ফের গাড়িতে উঠে যান ৷ তখন ওই মহিলা গাড়ি আটকানোর চেষ্টা করেন ৷ চালকের কলার চেপে ধরেন ৷ তখন চালক গাড়ি চালাতে শুরু করে ৷ এর ফলে ওই মহিলা গুরুতর জখম হন বলে অভিযোগ পাওয়া গেছে ৷
এর পর ওই মহিলা স্বামীর সঙ্গে গরফা থানায় যান ৷ সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তবে অভিযুক্তদের সম্পর্কে তিনি কোনও তথ্য দিতে পারেননি ৷ কিংবা গাড়ির নম্বরও বলতে পারেননি ৷ ফলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রূপেশ কুমার জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান করা হবে৷ তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলা রুজু হয়েছে ৷
অন্যদিকে বর্ষবরণের পার্টিতে গোলমালের অভিযোগ উঠেছে বিধাননগরে ৷ সেখানকার একটি শপিং মলে বর্ষবরণের পার্টির আয়োজন করা হয়েছিল ৷ ৫ হাজার টাকার বিনিময়ে সেই পার্টিতে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল৷ অংশগ্রহণকারীদের অভিযোগ, টাকা নেওয়া হলেও সেই মতো ব্যবস্থা করা হয়নি ৷ খাবার দেওয়া হয়নি ৷ এ নিয়ে গোলমাল হয় ৷ পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিক্ষুব্ধরা ৷ পরে পুলিশ আয়োজকদের মধ্যে সাতজনকে গ্রেফতার করে ৷